সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
মনিরুজ্জামান মনি নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাহফুজ নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মুন্ডমালা পৌর এলাকার চিনাশো গ্রামের মহাসিন আলীর পুত্র। এমন মর্মান্তিক ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে তানোর মুন্ডমালা সড়কের চিনাশো নামক মোড়ে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে গ্রামের অন্য শিশুদের সাথে মাহফুজ তানোর মুন্ডমালা সড়কের ধারের তালগাছের তালশাঁস খাওয়ার জন্য আসে। এসময় রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে তানোরের উদ্দেশ্যে মুন্ডুমালা থেকে আসা দ্রুতগ্রামী ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহফুজ।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, সকাল সকাল একটি ট্রাক শিশু মাহফুজ কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহফুজ। এ ঘটনায়তানোর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply