নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রধান শিক্ষকের চেয়ার দখল করেও মাত্র এক দিন পর লাপাত্তা হয়েছেন সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান। ঘটনাটি রাজশাহীর বাগমারার উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ পারদামনাশ উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দামনাশ পারদামনাশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এক অদৃশ্য শক্তির প্রভাব খাটিয়ে গোবিন্দপাড়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল উদ্দিনসহ তার অনুসারী কিছু লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন ভোটের ট্রেনিং গ্রহণের জন্য উপজেলা সদর ভবানীগঞ্জে ছিলেন। ইউপি সদস্য গোলাম মোস্তফা মুঠোফোনে কল দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছে অফিস কক্ষের চাবি দাবি করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন চাবি দিতে অপারগতা প্রকাশ করলে ইউপি সদস্য গোলাম মোস্তফা ও সভাপতি বেলাল উদ্দিন অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন। এরপর সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে ওই চেয়ারে বসেন। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মিরা স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদকে অবহিত করলে সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমানকে প্রধান শিক্ষকের চেয়ারে বসতে নিষেধ করেন। এরপর শনিবার আনিছুর রহমানকে আর প্রধান শিক্ষকের চেয়ারে দেখা যায়নি।
এ বিষয়ে সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশেই তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে প্রধান শিক্ষকের চেয়ারে বসেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved