ডেস্ক রির্পোট :
প্রচণ্ড গরমের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে বইছে লোকসভা নির্বাচনের হাওয়া। গরম উপেক্ষা করেই প্রার্থীদের অংশ নিতে হচ্ছে নির্বাচনী প্রচারণায়। সেই প্রচারে নেমেই গরমের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টলিউড অভিনেতা ও তারকা বিধায়ক সোহম।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা ভোটে তারকা প্রচারকের দায়িত্ব পালন করছেন সোহম। চড়া গরম মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে চলেছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক।
সম্প্রতি মালদহে প্রচার করতে গিয়েছিলেন। তারপরই নাকি অসুস্থ হয়ে পড়েন। সেসময় তাকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শোনা যাচ্ছে, লু লেগেই অসুস্থ হয়ে পড়েছেন সোহম।
জানা গেছে, এখন সোহমের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তারকা আবার ডায়াবেটিক। তাই চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এরইমধ্যে সোহমকে দেখতে হাসপাতালে গেছেন দেব।
লোকসভা নির্বাচনে প্রচারকের দায়িত্ব পালনে কোনো অবহেলা নেই সোহমের। এর আগে কৌশানী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে ভোটের প্রচার করেছেন তিনি। সে সময় এক নারী ভক্ত আচমকাই হরলিক্সের বয়াম উপহার দেন তাকে। সূত্র : যুগান্তর
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved