রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর তানোরে প্রত্যন্ত পল্লীএলাকার সাধারণ মানুষের কাছে স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা পাবার বিশস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে তানোর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার। রাজশাহী জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরে তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার তানোর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের অবস্থান।
উপজেলার প্রায় ৯০ ভাগ মানুষ কৃষিজীবী জীবন ধারণও সাধারণ। ফলে এসব মানুষ চাইলেও উন্নত চিকিৎসা সেবা নিতে জেলা শহরে যেতে পারে না। আবার উপজেলা সরকারী হাসপাতালেও কাঙ্খিত সেবা পায় না। তবে স্বল্প খরচে এসব মানুষের উন্নত স্বাস্খ্য সেবা প্রদানের অঙ্গীকার ও কাঙ্খিত মাণের স্বাস্থ্য সেবা দিয়ে চলেছে সরকার অনুমোদিত বেসরকারী তানোর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টার।
উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার বিশস্ত প্রতিষ্ঠান। এখানেই প্রতি মাসে গরীব ও অসহায় মানুষদের বিভিন্ন অসুখের বিনামূল্য পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানে তানোর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টার অন্যদের থেকে এক ধাপ এগিয়ে।
এখানের বড় গুণ সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার মুল্য নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, ডা: মো: মফিজুল ইসলাম এম বি বি এস বিসি এস( স্বাস্থ্য) তানোর জেনারেল হাসপাতাল ও ডায়াগণষ্টিক সেন্টার স্থাপন করেছে।
এখানে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, সার্বক্ষনিক একজন বিশেষজ্ঞ চিকিৎসক, আল্ট্রাসনোগ্রাফি, শীতাতাপ নিয়ন্ত্রিত ও আধূনিক যন্ত্রপাতির মাধ্যমে এক্সরেসহ ও বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের দিয়ে নির্ভুল রিপোর্ট প্রদান, দালাল ও ধুমপানমুক্ত উন্নত পরিবেশ এবং নিয়ম-শৃঙ্খলা, রোগী ও স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ ইত্যাদির মধ্য দিয়ে তানোর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবায় আস্থা ও ভরসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। ফলে এথানে প্রতিনিয়ত বাড়ছে চিকিৎসা সেবা গ্রহণকারীদের সংখ্যা।
আবার হাতের কাছে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পেয়ে এই জনপদের মানুষও খুশি। এই জনপদের সাধারণ মানুষ তানোর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের উন্নতি ও সম্মৃদ্ধি কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে ডা: মো: মফিজুল ইসলাম এম বি বি এস বিসি এস( স্বাস্থ্য) জনতার সময়কে বলেন, তারা ব্যবসা নয় মানব সেবার প্রত্যয় নিয়ে তানোর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের যাত্রা শুরু করেছেন।
তিনি আরো বলেন, আমরা সব সময় সাধারণ মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দেবার চেস্টা করি যাচ্ছি আগামি দিনেও আমাদের এই চেস্টা অব্যাহত থাকবে। তানোর উপজেলা সরকারী হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, তানোরে জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার স্বাস্থ্য সেবায় বড় ভূমিকা রাখছে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply