পরীমণির বাসায় রাজ, সম্পর্কে নতুন মোড় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ভালোবেসে ২০২১ সালের অক্টোবরে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু রাজ-পরীর সেই সুখের সংসার টেকে মাত্র দুই বছর।
গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন ঢালিউডের আলোচিত এই দম্পতি। এরপর থেকে সন্তান পূণ্যকে নিজের কাছেই রেখেছেন পরীমণি। বিচ্ছেদের পরেও ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
তবে সম্প্রতি পরী-রাজের মধ্যকার দৃশ্যপট পাল্টেছে। মাসখানেক ধরে পরীমণির বাসায় শরিফুল রাজের যাতায়াত হচ্ছে। এরপরই শোবিজাঙ্গনে এই জুটিকে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।
বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছেন। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন। পরী বলেন, ‘আমার বাসায় তার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। সেগুলো এসে নিয়ে গেছে। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। এই আর কি।’
এই নায়িকা জানান, বাসায় এসে ছেলে পূণ্যর সঙ্গে দেখা হয়েছিল রাজের। কিন্তু বাবাকে চিনতে যেন একটু সময়ই লেগেছে পুত্রের। পরীর কথায়, ‘পূণ্যর সঙ্গে দেখা হয়েছে রাজের। তবে বাবা হিসেবে রাজকে চিনতে সময় লেগেছে ছেলের। এটা রাজের জন্যই নির্মম।’
রাজের বাসায় আসায় পরীমণির সঙ্গে সম্পর্কে বরফ গলছে কি না এমন প্রশ্নে অভিনেত্রীর সাফ উত্তর, ‘বাসায় ঢুকতে চাইলে তো আর না করতে পারেনি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা। তবে তার প্রতি আমার ঘৃণা রয়েছে। সে আমার জীবনে অতীত।’
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় ‘র’ক্ত’ ও ‘স্বপ্নজাল’ সিনেমায় কাজ করেছেন পরীমণি। আগামীতে ওপার বাংলার আরও বেশ কিছু প্রজেক্টে দেখা যেতে পারে এই নায়িকাকে।

  • Related Posts

    তানোরে কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা!

    স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে উপজেলা ও পৌরসভার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষকদলের আহবায়ক নাসির উদ্দীন মিঠুর সভাপতিত্বে এ…

    চাঁপাইনবাবগঞ্জে সমাপ্তি হয়েছে তিন দিনের প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদরে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধির তিন দিনের প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে। আস্থা প্রকল্পের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Hello world!

    তানোরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    তানোরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পুঠিয়ায় পুকুর মাফিয়ার হামলা: সাংবাদিকদের ক্যামেরা ছিনতাই, জাতীয় সাংবাদিক সংস্থার হস্তক্ষেপে উদ্ধার

    পুঠিয়ায় পুকুর মাফিয়ার হামলা: সাংবাদিকদের ক্যামেরা ছিনতাই, জাতীয় সাংবাদিক সংস্থার হস্তক্ষেপে উদ্ধার

    রাজশাহীতে অপহরণকৃত ছাত্রীকে উদ্ধার করলো পিবিআই

    রাজশাহীতে অপহরণকৃত ছাত্রীকে উদ্ধার করলো পিবিআই