শাহিন আলম , স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাত ব্যান্ডেজ করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জরুরী বিভাগে দায়িত্বে থাকা একজন স্বাস্থ্য সহকারী সেলিম রেজার বিরুদ্ধে ।
ভুক্তভোগী সাগর বলেন মঙ্গলবার(৪ জুন) আনুমানিক দুপুর ১ টার সময় রাস্তায় মোটরসাইকেল এক্সিডেন্ট করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাই। সেখানে গিয়ে জরুরি বিভাগে দায়িত্বে থাকা ডাক্তার এক্সরে করার জন্য বলে, এক্সরে করার পর আবার নিয়ে আসলে দায়িত্বে থাকা ডাক্তার ব্যান্ডেজ এর কথা বলে। তিনি বলেন, বাইরে করতে গেলে পনেরো শত টাকা লাগবে আমাদের এখানে করলে এক হাজার টাকা লাগবে। তখন আমি তাকে বললে তিনি ব্যান্ডেজ করার পর এক হাজার টাকা নেন।
আমি পরে স্থানীয় এক বড় ভাইকে বললে তিনি তাৎক্ষণিক মেডিকেলে যান। সেখানে গিয়ে দায়িত্বে থাকা ডাক্তার ও সহযোগীকে বললে হাত ধরে ক্ষমা চান এবং টাকা ফেরত দেন।
জরুরী বিভাগে দায়িত্বে থাকা স্যাকমো সেলিম রেজার সাথে সাংবাদিকের কথা হলে তিনি বলেন, আমি তখন ছিলাম না। কিন্তু প্রশ্ন হল দায়িত্বে থেকে দায়িত্তের অবহেলা করেছে সে।পরে আবার বলে আমি নামাজে গেছিলাম কি হয়েছে আমি সেটা জানি না।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপ কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগকারী যদি লিখিত অভিযোগ দেয় আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved