নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নিহত জিয়ারুল হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র্যা-৫ এর একটি দল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তানোর থানার লালপুর নামক এলাকা থেকে ‘চাঞ্চল্যকর ক্লুলেস’ হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম ইকবাল হোসেন (৩৬)। তিনি তানোর লালপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়ারুল ইসলামকে হত্যার পর ইকবাল হোসেন পালিয়ে যায়। পুলিশের পাশাপাশি র্যাব উক্ত ঘটনার তদন্ত শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ইকবাল তানোর লালপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গত ২০ জানুয়ারী রাত ১১টর দিকে তানোর উপজেলা অডিটোরিয়ামে শহিদ মিনারে ফুল দেয়ার জন্য একত্রিত হয়। সেখানেই জিয়ারুল ইসলামকে হত্যার পরিকল্পনা করা হয়। জিয়ারুল মোটরসাইকেলে নারায়ণপুর থেকে বাড়ির দিকে যাওয়ার পথে তার পেছন থেকে ধারালো অস্ত্র মাথায় কোপ দিলে জিয়ারুল মাটিতে পড়ে যায়।
এসময় অন্যান্যরা তাকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় জিয়ারুলের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ ফরহাদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফরহাদ ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিলে হত্যাকান্ডের সাথে জড়িতদের নাম বেরিয়ে আসে। গ্রেপ্তার ইকবালকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved