নিজস্ব প্রতিবেদক:
বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নের অন্তর্গত বুরুজ মধ্যপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত জেল পুলিশ জাবেদ আলীর বাড়ির সামনে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। জাবেদ আলী জানান গত মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় বাড়ির প্রয়োজনে সাবমারসিবল বসানোর চিন্তা করলে বাড়িতে মিস্ত্রি ডেকে নিয়ে আসলে সাবমারসিবল স্থাপনের মধ্য পর্যায়ে গিয়ে দেখেন অটোমেটিক কোনো কিছুর সাহায্য ছাড়াই পানি বের হচ্ছে। এমন অবস্থায় রেখে দিলে এলাকাতে কৌতুহলের সৃষ্টি হলে আশ পাশ সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এক নজর দেখার জন্য এ বাড়িতে ভিড় জমায়।এ ব্যাপারে নলকূপ মিস্ত্রি জানান অতিরিক্ত গ্যাসের কারণে এমন হচ্চে দু চার দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved