স্টাফ রিপোর্টার: জাকির হোসেন (টুটুল):
আজ ১৭ জুলাই ২০২৪ ইং, ১০ মহররম ১৪৪৬ হিজরি তারিখ পবিত্র আশুরা/ মহররম।
পবিত্র আশুরা/ মহররম উপলক্ষে রাজশাহী-৫২' তানোর-গোদাগাড়ী-১' জাতীয় সংসদ সদস্য, তানোর এর কৃতী সন্তান, তানোর-গোদাগাড়ী-১' এলাকার আপমোর জনতার ভাগ্য উন্নয়নের রুপকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি জননেতা, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক সহযোদ্ধা তানোর উপজেলা পরিষদের দ্বিতীয় বার নির্বাচিত সফল জনপ্রতিনিধি, জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলার আপমোর জনতাকে পবিত্র আশুরা / মহররমের রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ময়না চেয়ারম্যান অদ্যকার স্বাক্ষতকারে শুভেচ্ছা বার্তায় বলেন: মসলিম উম্মাহার নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাতি হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর সঙ্গীদের কারাবলায় শাহাদত বরণের স্মরণে এদিনে পবিত্র আশুরা/ মহররম পালন করা হয়ে থাকে, এদিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন।
মুসলমানরা বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করে থাকেন।
হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর সঙ্গীদের শাহাদতের স্মরণে ইসলামের ইতিহাসে সবচেয়ে করুণ ও বেদনাদায়ক ঘটনাগুলির মধ্যে একটি হলো হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর সঙ্গীদের করবলায় শাহাদত। আশুরা এই শোকাবহ ঘটনার স্মরণে পালিত হয়। নবী মুহাম্মদ (সাঃ) এর নাতির প্রতি শ্রদ্ধাঞ্জলি হযরত ইমাম হোসাইন (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর প্রিয় নাতি। আশুরা তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের মাধ্যম। সত্য ও ন্যায়ের বিজয়ের প্রতীক করবলার যুদ্ধ ছিল সত্য ও ন্যায়ের বিরুদ্ধে অত্যাচার ও অন্যায়ের লড়াই। আশুরা এই লড়াইয়ের স্মরণে পালিত হয় এবং সত্য ও ন্যায়ের বিজয়ের বার্তা জানায়।
আশুরার সামাজিক ও মানবিক দিক থেকে শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। আশুরা শুধুমাত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর সঙ্গীদের প্রতি শোক প্রকাশের দিন নয়, বরং এটি সকল নিপীড়িত ও মুসলিমদের প্রতি সমবেদনা প্রকাশেরও দিন। ত্যাগ ও আত্মত্যাগের শিক্ষায় হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর সঙ্গীরা সত্য ও ন্যায়ের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। আশুরা তাদের ত্যাগ ও আত্মত্যাগের শিক্ষা দেয়। আশুরার মজলিস ও অন্যান্য অনুষ্ঠানে মুসলমানরা একসাথে জড়ো হয়, যা তাদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যবোধ বৃদ্ধি করে। আশুরার সময় দরিদ্র ও অভাবীদের সাহায্য করা একটি গুরুত্বপূর্ণ অনুশীলন।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved