নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌরসভার মেয়র ইমরুল হককে অপসারণ করে তার স্থলে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় থেকে শাহিন মিয়াকে পৌর প্রশাসন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জেলা প্রশাসক কার্যাললের সিনিয়র সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা শাখা)। মেয়র ইমরুল হক তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি।
পরে পৌরসভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করে পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। গত (১৯ আগস্ট) সোমবার দায়িত্ব গ্রহণের পর সকালে তানোর পৌরসভা কার্যালয়ের পক্ষ থেকে প্যালেন মেয়র কাউন্সিলর আরব আলীসহ অন্যান্য কাউন্সিলরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।সময় পৌর প্রশাসক শাহিন মিয়া বলেন, আমার প্রথম কাজ হচ্ছে পৌরসভার মৌলিক যে কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা, যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদী কাজ করা হবে। পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বাকি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
এতে উপস্থিত ছিলেন- পৌরসভার সহকারী প্রকৌশলী সরদার মোহাম্মদ জাহাঙ্গীর, উপ-সহকারী প্রকৌশলী তারেক আজিজ, হিসাব রক্ষক আব্দুস সবুর ও কার্যসহকারী মাহাবুর রহমানসহ সকল কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved