
তানিয়া আক্তারনাটোর জেলা প্রতিনিধি:
নাটোরে বড়াই গ্রামের সাংবাদিক সাহাবুল আলম এবং সাংবাদিক ফারজানা আক্তার সুমির উপর আক্রমণের ঘটনা ঘটেছে, সাহাবুল আলম রূপসী বাংলা টিভিতে নাটোর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছিলেন
এবং সাংবাদিক ফারজানা আক্তার সুমি অনলাইন পত্রিকা দৈনিক কলম যোদ্ধার রিপোর্টার ছিলেন বেশ কিছুদিন ধরে এলাকার কিছু সন্ত্রাসী তাদের নিকট মোটা অংকের চাঁদা দাবি করে না হলে তার বাসায় পালিত মহিষ দাবি করেন আসছিলেন, সাংবাদিক ফারজানা আক্তার সুমি তাদেরকে জানায় সে একজন গণমাধ্যম কর্মী সে এত টাকা চাঁদা তাদেরকে কি করে দিবে আর কেনই বা দিবে এতে ওই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলো
সাংবাদিক শাহাবুল আলম এবং ফারজানা আক্তার সুমি ছিলেন নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য
৭ই সেপ্টেম্বর ২০২৪ অত্র প্রেসক্লাবের মাসিক মিটিং এবং সাংগঠনিক অনুষ্ঠান ছিল। তারা সেই মিটিংয়ে তারা উপস্থিত ছিলেন মিটিং শেষ করে তারা যখন বাড়ি ফিরেন তার কিছু সময়ের মধ্যেই তারা আক্রমণের শিকার হন আক্রমণের সময় সাংবাদিক ফারজানা আক্তার সুমির গলায় থাকা ০৫ আনা স্বর্ণের চেইন, এবং কাছে থাকা নগদ অর্থ জনৈক হামলাকারীরা কেড়ে নেয়
সাংবাদিক ফারজানা আক্তার সুমিকে হেনস্থা ও অশ্লীলতাহানির চেষ্টা করে সেই সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে জৈনক হামলাকারীরা, এমন সময় তার সহকর্মী সাংবাদিক সাহাবুল আলম তাকে রক্ষা করার চেষ্টা করলে একপর্যায়ে তারা সাংবাদিক শাহাবুল আলমকে জিম্মি করে নিয়ে যায় এবং আটকে রাখে হামলাকারীরা বড়াইগ্রামবাসী( ১)খন্দকার আব্দুল রাজ্জাক মহরি, পিতা- রিফাত খন্দকার,(২) মোঃ মাসুদ, পিতা- গোলজার হোসেন,(৩)মোঃ আলমগীর, পিতা- আজগর আলী (৪)মোঃ সাইফুল পিতা-আঃ খালেক
(৫)মোঃ মোস্তফা পিতা-আঃ লতিফ
(৬) মোঃ আলামিন পিতা- জামের আলী (৭) মোঃ মাজদুল পিতা-মৃত খন্দকার আকবর আলী (৮)মোঃশুভ পিতা-মৃত আকবর আলী সাং ওই সময় সাংবাদিক ফারজানা আক্তার সুমি ট্রিপল নাইনে কল দিলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে এবং সর্বশেষ থানায় একটি এজাহার দায়ের করে