সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার:
রাজশাহী নগরীর পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় পদ্মা নদীর কাশবন থেকে দুটি শটগান ও রাবার বুলেট উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১টার পর অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এগুলো রাজশাহী মহানগর পুলিশের অস্ত্র। গত ৫ আগস্ট সরকার পতনের পর অস্ত্রগুলো লুট হয়েছিল।
পুলিশ জানিয়েছে,গতকাল রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চের নিচে পদ্মা নদীতে অভিযান চালায়। পরে পদ্মার কাশবনে বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি শটগান ও একটি রাবার বুলেট উদ্ধার করে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন,পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও রাবার বুলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি তাঁদের থানার। তাঁদের থানার একটি অস্ত্রই লুট হয়েছিল তখন। অন্যটি অন্য কোনো থানার হবে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর,রাজপাড়া থানা, বোয়ালিয়া মডেল থানা,কাশিয়াডাঙ্গা থানা,মালোপাড়া পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।
রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন,তাঁদের ১৬২টির মতো অস্ত্র লুট বা মিসিং হয়েছিল,এর মধ্যে ১৪৪টি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply