নিজস্ব প্রতিবেদক তানোর: সারাদেশের ন্যায় ১০ম গ্রেডের দাবিতে রাজশাহীর তানোর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন । আজ সকালের দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করে উপজেলা গেইট সংলগ্ন রাস্তার মানববন্ধন করেন। পরে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও নির্বাহী কর্মকর্তা ইউএনও'র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিউর রহমান ও সম্পাদক রাকিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, একজন শিশু কে যেমন মা বাবারা কোলে নিয়ে যত্ন করে বড় করে তুলেন। সেই কোলের শিশুদের কে আদর যত্ন করে পরা লিখা করাতে হয়। ১০ম গ্রেড আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। সকল ক্ষেত্রে ১০ম গ্রেড চালু আছে তাহলে আমাদের কেন হবে না। এদাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শান্তি শৃঙ্খলা ভাবে আন্দোলন অব্যাহত থাকবে। তবে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না বলেও ঘোষণা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved