নিজস্ব প্রতিবেদক তানোর : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ কমিউনিটি ক্লিনিকে হামলার ঘটনায় ৩ জনকে আসামী করা হলেও গ্রেফতার করছে না তানোর থানা পুলিশ। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রী সুমন কুমার এই গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
গত ২৪ তারিখ মঙ্গলবার হাবোল, শফিকুল,সজলসহ তার সন্ত্রাসী বাহিনীরা ক্লিনিকে হামলা চালায় ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তালন্দ উপ স্বাস্থ্য কেন্দ্র অবরুদ্ধ করে রাখেন । পরে তার থালা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেন। এ ঘটনায় তালন্দ উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ সুমন কুমার পাল বাদী হয়ে তানোর থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার দিনেই পুলিশ রাতেই সজলকে আটক করেছেন, হাবোল ও শফিকুল ইসলাম দেদারসে ঘুরে বেড়ালেও আসামিকে গ্রেফতার করছে না তানোর থানা পুলিশ।
এই গ্রেফতারের প্রতিবাদে আজ ৫ অক্টোবর শনিবার সকালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুমন কুমার পালের নেতৃত্বে এলাকার লোকজন একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকাবাসীর পক্ষে জাকারিয়া বলেন, প্রকাশ্য আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে আটক না করলে এ মানববন্ধন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ সুমন কুমার পাল বলেন,হাবল ও সজল পালান তো কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকে এবং দেশীয় অস্ত্র নিয়ে মারধরের চেষ্টা করে, মদের বোতল দিয়ে মাথায় ঢেলে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে,বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেন। অফিস সহকারি নার্গিস আপু তাদেরকে বাহিরে চলে যেতে বললে ওকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেন এবং শরীরের থাকার ওড়না টান দেন এবং জানে প্রাণে মেরে ফেলে দেবো বলে মদ দিয়ে আগুন ঢেলে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুমন কামার পাল তিনজন আজকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন একজন আসামী আটক হয়েছে আর দুইজন আসামি বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার থেকে পান্নাশের হুমকি দিচ্ছেন এ নিয়ে মানবতার জীবন যাপন পালন করছেন দালান তো কমিউনিটি সেন্টারের কর্মকর্তারা এ নিয়ে তারও থানার সুযোগ্য ওসি মিজানুর রহমানের সুদৃষ্টি কামনা করেছেন ডাক্তার সুমন কুমার পাল।এ বিষয়ে তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন আসামিদেরকে গ্রেফতারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved