নিজস্ব প্রতিবেদক তানোর :রাজশাহীর তানোরে অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ (৬২) উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে তানোর স্বাস্থ্য কেন্দ্রের ভেতরের মেন গেটের মেঝে থেকে লাশটি উদ্ধার করা হয়। কিন্তু ওই লাশের কোন নাম ঠিকানা বলতে পারেনি কেউ।
সকালে ঘটনা স্থলে গিয়ে জানা গেছে, স্বাস্থ্য কেন্দ্রের অনেক রোগীর অভিভাবকরা বলেন, মৃত ওই লোকটিকে শনিবার দুপুর থেকে সন্ধ্যা অবদি হাতে ব্যাগ ও বস্তাসহ স্বাস্থ্য কেন্দ্রের পুকুর পাড়ে বসে থাকতে দেখা গেছে।
তানোর স্বাস্থ্য কেন্দ্রের (টিএইচএ) বারনাবাস হাজদা বলেন, রাত এগারোটার দিকে ওই বৃদ্ধা স্বাস্থ্য কেন্দ্রের ভেতরের মেন গেটের সামনে মেঝেতে মরে পড়ে ছিলো। বিষয়টি রাতেই থানা পুলিশকে জানানো হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, বয়স্ক মৃত ওই বৃদ্ধা ভবোঘুরে। পাগল টাইপের। স্বাস্থ্য কেন্দ্রের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নাম ঠিকানা পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved