সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন।
আজ বুধবার শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া। চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে আ.লীগ সরকারের সময় অবৈধ বালু উত্তোলন ও জায়গা-জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরে সেনাবাহিনীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দিয়েছিল তার এলাকার লোকজন।
এদিকে গত ৫আগষ্ট আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর আব্দুল হাকিম কিছুদিন আত্মগোপনে চলে যাওরার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন তিনি।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply