শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: তানোর- রাজশাহী রুটের বাগধানি নামক স্থানে সড়ক পরিবহন গ্রুপের চেকপোষ্টের সামনে তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতির ৩টি সিএনজি গাড়ির সামনের বড় গ্লাস ভেঙ্গে ফেলা হয়েছে।
তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতির সভাপতি কুদরত আলী সকালের সময়কে বলেন, পূর্ব আলোচনা বা কোনো প্রকার সমঝোতা ব্যতীত, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উপর্যুপরি এসিদ্ধান্ত ও তিনটি গাড়ির সামনের গ্লাস ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জানা গেছে গত ১২ অক্টোবর রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এর প্রধান কার্যালয় ৫৭৩- শিরোইল, ঘোড়ামারা, বোয়ালিয়া রাজশাহীর আহ্বায়ক নজরুল ইসলাম হেলালের সভাপতিত্বে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ মালিক, শ্রমিক, নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী তানোর- আমনুরা রুটে প্রতিদিন ৩৫ টি সিএনজি চলাচল করিতে পারিবে। ৩৫টির বেশি চলাচল করিতে পারিবে না এবং ৩৫ টি সিএনজির জন্য টোকেন দেওয়া হবে। প্রতিটি বাসের আগে ২ টি করে সিএনজি যাত্রী পরিবহন করিতে পারিবে। টোকেন প্রাপ্ত ৩৫ টি সিএনজি ছাড়াও, ভিআইপি ও প্রশাসনের লোকজনের জন্য ও জরুরী সেবায় রোগী পরিবহনে অতিরিক্ত সিএনজি চলাচল করিতে পারিবে।
সভাই আরো সিদ্ধান্ত হয় যে সকাল ৭-০০ টার আগে সিএনজি গুলি চলাচল করিতে পারিবে এবং রাত ৮-০০ টার পর রাজশাহী- তানোর- আমরা রুটে অতিরিক্ত সিএনজি চলাচল করিতে পারিবে। এই সিদ্ধান্ত গত ১৫ অক্টোবর হইতে কার্যকর হইবে।
গত ১২ অক্টোবর (শনিবার) রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রধান কার্যালয়ে উল্লেখিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমী গৃহীত হয়। গৃহীতসিদ্ধান্ত তানোর থানার মোড় সিএনজি মালিক ও চালক সমিতির সভাপতি কুদরত আলি ও সাধারণ সম্পাদক, রাকিবুল হাসানকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে চান্দুড়িয়া, বাগধানি, দুয়ারী ও বায়া দিয়ে কোন সিএনজি চলাচল করিতে পারিবে না বলে নিষেধাজ্ঞা জারি করেন।
জানা গেছে অদ্য ১৬ অক্টোবর তানোর- রাজশাহী রুটের বাগধানি নামক স্থানে সড়ক পরিবহন গ্রুপের চেকপোষ্টের সামনে তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতি ৩টি গাড়ির সামনের বড় গ্লাস ভেঙ্গে ফেলা হয়। তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতির সভাপতি কুদরত আলী সকালের সময়কে বলেন, পূর্ব আলোচনা বা কোনো প্রকার সমঝোতা ব্যতীত, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের এহেনো উপর্যুপরি এসিদ্ধান্ত ও তিনটি গাড়ির সামনের গ্লাস ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply