জিয়াউল কবীর, স্টাফ রিপোর্টার:
মাদকাসক্ত রোগীকে চিকিৎসা করে সুস্থ করার পরিবর্তে লোহার পাইপ ও বেতের লাঠি দিয়ে রক্তাক্ত ও ফোলা জখম করার ফৌজদারী অপরাধ করার দায়ে নিরাময় কেন্দ্রের পরিচালক ও নির্যাতন কারী আসামি দের বিরুদ্ধে পেনেল কোডের ২৩…./৩৪ ধারায় আরএমপি পবা থানায় মামলা হয়েছে। মামলা নং ০৫ তারিখ১৯/১০/২৪ইং।
ঘটনার বিবরণে জানা যায়,নিরাময় কেন্দ্রের উদ্দেশ্য অবৈধ লেনদেনে রোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া। এর ধারাবাহিকতায় রাজশাহী জেলার উক্ত নিরাময় কেন্দ্রের ৩ জন পরিচালক রোগীদের মধ্যে তোফাইরুল ইসলাম নামক একজন রোগীকে গত শনিবার অমানষিক নির্যাতন ও প্রহার করে জখম করে ফেলে।
ঘটনা প্রকাশিত হলে উক্ত নিরাময় কেন্দ্রের ৩জন পরিচালক ফেরদৌস হাসান( ৩২),শুভ কুমার রনি(২৯),ও ইমতিয়াজ ডালিম(৪২)'র বিরুদ্ধে ভিকটিম তোফাইরুল ইসলামের স্ত্রী পবা থানায় এ মামলা দায়ের করে। উক্ত ৩ জন পরিচালক ভিকটিমের কাছে ১লাখ টাকা দিতে বলে ভিকটিম তা এনে দিতে না পারায় তাকে লোহার পাইপ, বেতের লাঠি ইত্যাদি দিয়ে উপর্যুপরি মারতে মারতে দুই হাতের কনুই ও দুই পায়ের তালু জখম করে ফেলে, পায়ের হাড় ভেংগে দেয় এবং শিলিং ফ্যানে ঝুলিয়ে মেরে ফেলার কার্যক্রম চালায়। এ ব্যাপারে পবা থানায় উক্ত মামলা হলে তদন্তের জন্য এসআই মমিদুল ইসলামের ওপর ওসি মনিরুল ইসলাম দায়িত্ব প্রদান করেন। এসআই মমিদুল ইসলাম ২ও ৩ নং আসামি শুভ ও ডালিমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved