স্টাফ রিপোর্টার সেলিম রেজা : রাজশাহীর তানোরে বাড়ছে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা।চিকিৎসকরা উপজেলায় এ বছরের সর্দি-জ্বর ও কাশির তীব্রতায় উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের মতে, সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে সর্দি-জ্বর দেখা দেয়।এ ধরনের সর্দি-জ্বর তিন-চার দিন পর এমনিতেই ভালো হয়ে যায়।কিন্তু এবার এর সঙ্গে কাশির তীব্রতা বেড়েছে।
জানা যায়, তানোর উপজেলার সর্বত্রই এখন জ্বর-সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে।গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগেই বহু রোগী জ্বর ও সর্দি নিয়ে এসেছেন।
সরকারি-বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে এ ধরনের রোগীর চাপ বেড়েছে।শীতের শুরুর তুলনায় এখন কমপক্ষে ৩০ শতাংশ রোগী বেড়েছে।
চিকিৎসকরা জনতার সময়কে জানান, পাঁচ ধরনের সমস্যা নিয়ে বেশি শিশু রোগী আসছে।এর মধ্যে রয়েছে সর্দি-জ্বর, শরীরে র্যাশ ওঠা, ডায়রিয়া, নিউমোনিয়া ও অ্যাজমা।ভাইরাসজনিত সংক্রামক ব্যধি আক্রান্ত শিশুদের তাৎক্ষণিক চিকিৎসকের কাছে নিতে হবে।চিকিৎসকের পরামর্শ ছাড়া পাড়া-মহল্লার ফার্মেসি থেকে ওষুধ না খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে উপজেলার কামারগাঁ এলাকার ১১ মাস বয়সি শিশু রায়হান।তার মা জুলেখা বেগম জানান, বাচ্চার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল।বুকে চাপ আর কাশি ছিল।হাসপাতালে এনে চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ।
হাসপাতালে সেবা নিতে আসা সেলামপুর গ্রামের আনোয়ারা জনতার সময়কে বলেন, তিনি চার দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শরীরে প্রচন্ড ব্যথায় ভুগছেন।এতদিন দোকান থেকে ওষুধ কিনে খেয়েছেন। এতে কোনো উপকার না পাওয়ায় হাসপাতালে এসেছেন।
শুধু তাঁরাই নয়; তানোরের ঘরে ঘরে এখন সর্দি, জ্বর ও কাশির রোগী।সর্দি-জ্বরের সঙ্গে শরীরে প্রচন্ড ব্যথা, হচ্ছে।বিশেষ করে কাশি ভোগাচ্ছে সবচেয়ে বেশি।সর্দি ও জ্বর সেরে যাওয়ার পর শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে।ঠিকমতো খেতে পারছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানাবাস হাঁসদাক জনতার সময়কে বলেন, আবহাওয়া পরিবর্তন কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে।প্রতিদিনই রোগী বাড়ছে।শিশু ও বয়স্ক রোগীই বেশি।হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।তবে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved