মোঃ সুরুজ আলী
বিগত ৩ দিনে ২৬ হাজারের অধিক ডিম বিক্রয় করেছেন ভলেন্টিয়ার অফ রাজশাহী স্বেচ্ছাসেবী সংগঠটি রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরো পয়েন্টের বড় মসজিদের পাশে গত তিনদিন যাবত ডিম বিক্রি করছে ‘ভলান্টিয়ার্স অব রাজশাহী’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন । আর তাতে ক্রেতারা সারা মিলেছে ভালো । কারণ ক্রেতারা পাচ্ছে বাজার মুল্য থেকে হালিতে ৪-৫ টাকা কম। এতে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের মাঝে, তারা বলছেন এই ভাবে তরুণ সমাজ এগিয়ে আসলে দেশের যে কোন সিন্ডিকেট ভেঙে ফেলা সম্ভব, আমরা চাই তারা এই ভাবেই আমাদের পাশে থাকুক,এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তারা বুধবার রাজশাহী নগরের চারটি স্থানে ডিম বিক্রি করেছেন সাহেব বাজার জিরো পয়েন্ট,ভদ্রা,নওদাপাড়া বাজার,সাহেব বাজার মনিচত্বর। সাধারণ ক্রেতাদের প্রত্যাশা এ উদ্যোগের ফলে বাজারে প্রভাব পড়বে বলে মনে করেন এবং বাজারে কিছু অসাধু সিন্ডিকেট কারীদের এই সংগঠনের তরুণদের কারণে একটি বড় ধরনের পরিবর্তনের আশা করছেন সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সাধারন মানুষ।
তাদের সংগঠনের সভাপতি যুবায়ের বলেন একই দামে ডিম বিক্রি করেছে তারা বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনটি জায়গায় তারা ১০ হাজারের বেশি ডিম বিক্রি করেছে। সংগঠনটি রাজশাহীর ডিলার "মেসার্স ডিএস এন্টারপ্রাইজ থেকে সরাসরি ডিম এনে ৩য় দিনে বিক্রি করছে ৪৭ টাকা হালি দরে। আর এক ডজন ১৪০ টাকায় এবং এক খাঁচা ৩০টি ডিম ৩৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার্স অব রাজশাহী সংগঠনের,রাজশাহী জিরো পয়েন্টে। স্বাধীন,জীবন নাঈম,বৈশাখী,মুন্নুজান, মনিচত্বর,কাফি,রাহাত, খায়রুল,ফাতেমা,উর্মি,আশিক, নগরী ভদ্রায়। মোবাশ্বের সাকিব, নাহিদ, মুসরাত মুমু,নগরী নওদাপাড়া,হাবিব,সোহাগ, শিলা,মুমতাহিনা,সূচনা-সহ আরো অনেকে ভলান্টিয়ার্স অব রাজশাহী সংগঠনকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন মেসার্স ডিএস এন্টারপ্রাইজ।
এবং সাধারণ সম্পাদক, ইমাদুল হক (ইমন) বলেন, যেসব নিত্যপণ্যের দাম মানুষের সাধ্যের বাইরে যাবে, সেগুলো তাঁরা বিক্রির তালিকায় রাখবেন। তাঁরা আগামীকাল আপাতত ক্যাম্পেইন বন্ধ রাখবে বলে জানান।পরবর্তীতে কোথায় ক্যাম্পোইন হবে তা এখনো সঠিক ভাবে জানাতে পারে নি সংগঠনটি। তারা রাজশাহী শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে ডিম বিঞি করেন তাই সঠিক ভাবে নিদিষ্ট স্থান সম্পর্কে জানাতে পারেন নি " ভলেন্টিয়ার অফ রাজশাহী"সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved