সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুরুজ আলী:
ঐতিহাসিক ৭ ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার ১০ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রাজশাহী জেলা ও মহানগরী কমান্ডে যৌথ উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে যোগদানের মুহূর্তে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদল এর নেতৃবৃন্দরা বিশাল শোভাযাত্রা নিয়ে সমাবেশের যোগদানের উদ্দেশ্যে রওনা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু আন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে। এসময় তিনি ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে বলেন, আগামী ৭ দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তাকে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে মিজানুর রহমান মিনুর সাথে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির একাংশের নেতৃবৃন্দ।
এ সময় যুবদলের বিশাল বর্ণাঢ্য র্যালি নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জাতীয়তাবাদী রাজশাহী যুবদলের যুগ্ন আহ্বায়ক ও সাবেক রাজপাড়া থানা যুবদলের আহবায়ক মো আতাউর রহমান বাঁধন এবং মহানগর যুগ্ন আহবায়ক নাজির হাসান নাজির এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আনারুল ইসলাম । এ সময় বর্ণাঢ্য র্যালি উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য কাউসার রহমান সাগর,,খোকন, মোস্তাক,সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply