স্টাফ রিপোর্টার লিজা :
সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট শিল্পাঞ্চল এলাকায় রোববার দুপুরে বসুন্ধরা কোম্পানির একটি কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন প্রতিষ্ঠানটির শ্রমিক বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।
কারখানার শ্রমিকরা জানায়, রোববার সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে এরোসল তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশেপাশে থাকা ১০ শ্রমিক দগ্ধ হয়। বিস্ফোরণের পর ঘন্টা খানেক চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়। পরে প্রতিষ্ঠানটির নিজস্ব বাসে দগ্ধদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো: শাওন বিন রহমান জানান, দগ্ধদের ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।
এ সময় সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সাংবাদিকরা বসুন্ধরা কোম্পানির ঘটনাস্থল পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মীরা উপরের নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানটির ভেতরে সাংবাদিক প্রবেশ করতে বাঁধা দেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved