চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সাদরুল ইসলাম সানি। বয়স কেবলে চল্লিশের কোঠায়। শিক্ষা জীবন শেষ করে চাকুরির পেছনে না ছুটে স্বপ্ন দেখেছেন ব্যবসা বাণিজ্য করে নিজেই প্রতিষ্ঠিত হওয়ার। এরপর দেশ বিদেশে সাফল্য পেয়েছেন তিনি। কিন্তু তার ব্যক্তিগত সাফল্যের মত এগিয়ে নিতে চান জন্মভূমি বারঘরিয়া ইউনিয়নের বাসিন্দা। এগিয়ে আসেন তৃণমূল্যের অবহেলিত মানুষগুলোর কল্যাণে। কাজ করে যাচ্ছেন একটি আধুনিক ইউনিয়ন গড়তে। স্থানীয় তরণ প্রজন্মকে প্রাধান্য দিয়ে সব শ্রেনী পেশার মানুষের সঙ্গে নাড়ীর মতই সম্পর্ক স্থাপন করেছেন ইতি মধ্যে। সানি বর্তমানে লক্ষ্মীপুর যুব সংঘ ও পাঠাগার এবং মাষ্টারপাড়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আরও কাছে পেয়েছেন আবাল বৃদ্ধ-বণিতাসহ সব শ্রেনী পেশার মানুষকে। প্রায় দিনই সানি সেই মানুষদের সঙ্গে নিয়ে গল্প শুনছেন বারঘোরিয়াকে এগিয়ে নিতে। সে গল্পের সূত্র ধরে একে একে বদলানোর চেষ্টা করছেন ওই এলাকে। দেখা গেছে,যুব সমাজ কে রক্ষা করতে শিক্ষা,সাংস্কৃতি ও খেলাধুলার বৃহত্ত আয়োজন করতে। তার এসব কর্মকান্ড সমাজে প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে সানির সমাজ বদলানো কর্মকান্ডে ঈর্শান্বিত হয়েছেন গুটি কয়েক ব্যক্তি। তারা বিভিণ্নভাবে সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত। যদিও সচেতন মানুষ তাদের ধীক্কার দিয়ে সানির পাশে দাড়াচ্ছেন।
সম্প্রতি বারঘোরিয়া এলাকায় সানির বিষয়ে খোঁজ খবর নিতে যায় এ প্রতিবেদক। কথা হয় কয়েকজন যুবকের সঙ্গে। তারা বলেন,মাদকের ভয়াল থাবায় যুব সমাজ বিপথগামী হয়ে পড়েছিল। এই মাদকের কারনে শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছিল। তরণ সমাজের মাঝে ছিলনা সামাজিক মূল্যবোধ। অনেকেই অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে দিয়েছে।আবার কেউ কেউ পরিবারের বোঝা টানতে গিয়ে শিশু বয়সে কর্মজীবন শুরু করেছে। এদর চিহ্নিত করেই সাদরুল ইসলাম সানি কাজ করছেন। যাদের বই দরকার,তাদের বই দিচ্ছেন,যাদের অর্থ সঙ্কট তাদের অর্থ,আবার সচেতনতা করছেন উঠান বৈঠকের মাধ্যমে।
সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন,অর্থ সঙ্কটের কারনে পরিবার আমার পড়া-লেখা বন্ধ করে দিতে চেয়েছিল। সানি এই খবরটি পাওয়ার পর নিজস্ব খরচে কলেজে ভর্তি করে দিয়েছেন। এছাড়া পড়াশো চালিয়ে যেতে সব ধরনের প্রতিশ্রুতিও দিয়েছেন।
সাদরুল ইসলাম সানি বলেন,পারিবারিক শিক্ষা থেকেই নিজ জন্মভূমির মানুষের কল্যাণে কাজ করা। এখানে মানুষের কর্মসংস্থান,মূল্যবোধ,আধুনিক সমাজ ব্যবস্থা বাড়াতে কাজ করছি। এসব কাজ করে চাওয়ার কিছু নাই। এরপরেও একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন,সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে বারঘোরিয়া ইউনিয়ন কে একটি মডেল ইউনিনে রুপান্তরে কাজ করবো।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved