তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে মুঞ্জুর বাহিনীর তান্ডব
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) বনকেশর চকপাড়া গ্রামে আদালতের আদেশ লঙ্ঘন ও দেশীয় অস্ত্র সজ্জিত লাটিয়াল বাহিনী দিয়ে তান্ডব চালিয়ে জোরপুর্বক ফসলি জমি দখল করা হয়েছে। জামায়াতের ওয়ার্ড সভাপতি ও চাঁদপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলামের ভোগদখলীয় জমি সন্ত্রাসী মুঞ্জুর বাহিনী রোববার দুপুরে জবরদখল করেছে। এ ঘটনায় রোববার রাতে রফিকুল ইসলাম বাদি হয়ে বাহিনীর প্রধান মুঞ্জুর হোসেনকে প্রধান আসামি করে মোট ১৪ জনের নামে তানোর থানায় এজাহার দায়ের করেছেন।
২৬ জানুয়ারী রোববার দুপুরে চকপাড়া গ্রামের এরশাদ আলীর পুত্র বাহিনী প্রধান মুঞ্জুর হোসেন দেশীয় অস্ত্র সজ্জিত লাঠিয়াল বাহিনী নিয়ে তান্ডব লীলা চালিয়ে রফিকুলের সরিষাখেতে টিন দিয়ে ঘর নির্মাণ করেছে। এ সময় রফিকুল ইসলাম ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনা আসে। কিন্ত্ত তারা পুলিশের উপরেও চড়াও হয়, দেশীয় অস্ত্র সজ্জিত লাঠিয়াল বাহিনীর ভয়ে পুলিশ ঘটনা স্থল থেকে ফিরে আসে। রফিকুলের ভাই রেজাউল ইসলাম ও সোহেল মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে লাঠিয়াল বাহিনী তাদের ধাওয়া করে,তারা প্রাণ বাঁচাতে বাড়িতে এসে আশ্রয় নেয়।কিন্ত্ত তারা বাড়িতে গিয়েও দরজা-জানালায় লাথি মারে।এ ঘটনায় গ্রামের সাধারণের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ছে। গ্রামবাসী বলেন, এর আগে তারা এমন তান্ডব লীলা কোনো দিন দেখেননি, যারা আইন আদালত মানে না তারা কি প্রকৃতির মানুষ সেটা সহজেই অনুমান করা যায়। তারা বাহিনী প্রধান মুঞ্জুর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-১৬১, বনকেশর মৌজার,খতিয়ান নম্বর, আরএস ৩৩৮, সাবেক দাগ নম্বর-১৩০১, হাল-১৬৩৭, শ্রেণী ধানী,পরিমাণ ৩ একর ৭৬ শতক। পৈতৃক সুত্র উক্ত জমির মালিক বনকেশর চকপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র রফিকুল ইসলাম। কিন্ত্ত চকপাড়া গ্রামের এরশাদ আলীর পুত্র বাহিনী প্রধান মুঞ্জুর হোসেন দিগর দীর্ঘদিন যাবত জমি জবরদখলের চেস্টা করে আসছে।
রফিকুল ইসলাম গত ১৪ জানুয়ারী আদালতে ১৪৪ ধারা জারি করেন। পরবর্তীতে আবারো ২৩ জানুয়ারী ১৪৪ ধারা জারি করেন যার শুনানীর দিন ধার্য হয় আগামি ১৭ এপ্রিল। অথচ শুনানীর আগেই আদালতের আদেশ লঙ্ঘন করে জমি জবরদখল করে রঞ্জুর বাহিনী,যা আদালত অবমাননার সামিল। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে মুঞ্জুর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের জমিতে তারা ঘর করেছেন, রফিকুলের কোনো জমি নাই,সে বার বার মিথ্যা মামলা করে তাদের হয়রানি করছে। তিনি বলেন, জমির অংশীদারগণ সকলে মিলে জমিতে সরিষা চাষ করেছেন, সেচ কাজের জন্য জমিতে মটরের ঘর নির্মাণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved