সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ডাইং পাড়ায় এলাকাবাসীর ধাওয়ায় থ ৫৩ পিস ফেনসিডিল ফেলে পালিয়ে যায় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আ: মালেক ।পরে ওই ফেনসিডিলগুলো জব্দ করে র্াব সদস্যরা। এলাকাবাসী জানায় ওই গ্রামের মৃত নওসাদ আলীর ছেলে আব্দুল মালেক তার দুই ছেলে রবিন ও রাজুকে নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক ভাবে মাদক ব্যবসা করে আসছিল। এ নিয়ে সম্প্রতি এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে আসাদূল ও তরিকুল নামে দুই যুবককে মারধর করে সে।এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ করে তারা। এদিকে,মঙ্গলবার সন্ধ্যায় রহনপুর ইউনিয়নের ডাইংপাড়ায় সে মাদক বহন করার সময় এলাকাবাসী ধাওয়া দিলে সে ৫৩ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে রাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ওই ফেনসিডিলগুলো জব্দ করে।
এ বিষয়ে র্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদ জানান, জব্দকৃত ফেনসিডিল গুলো থানায় জমা দেওয়া হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: এম.রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
আইন উপদেষ্টা : এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য্য ( পি.পি শিশু আদালত, জজ কোর্ট, রাজশাহী)
আইন উপদেষ্টা : এ্যাড রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী
বার্তা সম্পাদক: মোঃ হাসান ইমাম, সহ-বার্তা সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন
ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( সম্পাদক ও প্রকাশক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved