সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ক্রিকেটার ও কোচরা বৈষম্যের শিকার। যেখানে হৃদয়ে ক্রিকেট লালন করা ভুক্তভোগীরা। বক্তব্যে জানান, আম লিচু কলা ও মোবাইল গিফট করেই অযোগ্যরা জায়গা করে নিয়েছে ক্রিকেটাঙ্গনে। কেউবা স্বজনপ্রীতির কৌশল অবলম্বন করে।এতে বঞ্চিত হয়েছে যোগ্য টিম, কোচ ও খেলোয়াড়েরা। এমন বৈষম্য দূর করে ক্রিকেটকে এগিয়ে নিতে মানববন্ধন করেছে রাজশাহী বিভগীয় কোচ ও খেলোয়াড়েরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিভাগীয় স্টেডিয়ামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক বিসিবির পরিচালক কিসলু, জাতীয় দলের খেলোয়াড় স্যাকলাইন সজীব, রাজশাহী বিভাগীয় টিমের খেলোয়াড় অভিষেক মিত্র, ক্রীড়া সংগঠক সাইফুল আজিজ সাজু, বিভাগীয় দলের ক্রিকেট কোচ জামিনুর রহমান সাদ, বাংলাদেশ ক্রিকেট দল লেভেল ২ এর কোচ ফরিদ হোসেন, ক্রিকেট কোচ ও খেলোয়াড় আনারুল মোস্তাকিন টোরে, ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরান হাফিজ ডিকি, বাবু ও জুনিয়র নাইম ইসলামসহ আরও অনেকে।
ক্রিকেটে বৈষম্য দূরীকরণে বিগত কোরাম হটাও রাজশাহী ক্রিকেট বাঁচাও স্লোগানে মানববন্ধন করেছে রাজশাহী বিভাগীয় বঞ্চিত খেলোয়াড় ও কোচরা। তারা মানববন্ধনে প্রতিবাদের ভাষায় জানান, “২ ম্যাচে ৮ রান সে খেলে বিভাগ দলে”, “৩ ম্যাচে ৩ উইকেট সে নাকি ন্যাসনাল লীগে”, “১২ ম্যাচে ৮ রান এভারেজ সে বিভাগ দলে ক্যামনে ঢুকে”, “১ ম্যাচে ০ রান ০ উইকেট সে আবার জাতীয় ন্যাশনাল লীগে”, দুই ইনিংসে ডাবল জিরো সে আবারও লীগে”।
মানববন্ধনে বক্তারা জানান, স্বজনপ্রীতি আর আম লিচু কলা মোবাইল ফোন গিফটের মাধ্যমে অযোগ্যরা চান্স পেয়েছে। আবার টাকা লেনদেনের মাধ্যমে সুযোগ মেলেছে অনেকের যাদের পারফর্মেন্স হতাশাজনক। রাজশাহীর ক্রিকেট অঙ্গনে সংস্কার আনতে হবে। ক্রিকেট হোক আমাদের অহংকার। মানববন্ধন করা আমাদের লজ্জাজনক হলেও অপশক্তির বিরুদ্ধে আজ দাঁড়াতে হলো। যাতে, ঐতিহ্যবাহী ক্রিকেটের মাধ্যমে যেন দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায়।
ক্রিকেটার স্যাকলাইন সজীব বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় রাজনীতির অপশক্তির বলে রাজশাহীর ক্রিকেট শেষ হয়ে গেছে। ভালো কোন প্লেয়ার সুযোগ পায় না। এখানেও সিন্ডিকেট। এই সিন্ডিকেটের ক্ষমতায় রাজনৈতিক একটি টিমই রাজত্ব করেছে। অন্যান্য টিমের খোঁজখবর কেউ নেইনি। আমরা বৈষম্য চায় না। মেধাবী খেলোয়াড় তৈরি করতে ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্রিকেটে সংস্কার চাই।
এছাড়াও বক্তারা ক্রিকেটের প্রাণ ফিরিয়ে আনতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের একান্ত সহযোগিতা করেছেন।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply