সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
: “মর্যাদাপূর্ণ বার্ধক্য”বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ”এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর তানোরে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।দিবসটি পালিত উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১অক্টোবর)সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তানোর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান এর পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্বে করেন তানোর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মিনহাজুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাসতুরা আমিনা। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও)বারনাস হাসদা,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকতা বাবুল হোসেন,খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মলিউজ্জামান সজীব,প্রাণী সম্পদ কর্মকর্তা(ভার প্রাপ্ত)ডাক্তার সুমন মিয়া,তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম,পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সোহেল রানা ২টি পৌরসভা ও ৭টি ইউপির প্রতিনিধি,এবং বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী,রাজনৈতিক ব্যাক্তীবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক বৃন্দু।সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।দিবস টি উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিদর্শনায় সমাজ সেবা অধিদপ্তর নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply