সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

তানোরে ৪৭টি মন্দিরে শারদীয়  দূর্গাপূজার শুভ সুচনা

তানোরে ৪৭টি মন্দিরে শারদীয়  দূর্গাপূজার শুভ সুচনা

স্টাফ রিপোর্টার মমতাজ খাতুন মুক্তা:

মা’ দুর্গার আগমনে শরতের কাশফুলের দোলা, শিউলি ফুলের গন্ধে মেতেছে সারা দেশ। কাশ-ফুলের দোলা জানান দিচ্ছে মা এসেছে। তাই সকল দুঃখ-বেদনা দূর করে মা দুর্গা আমাদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসুক। দূর্গা পূজা হউক শক্তির আরাধনা। মা দুর্গার আরাধনায় সমবেত সকলের মন হউক প্রফুল্ল।

গতাকাল ষষ্ঠী পূজা দিয়ে শুরু হলেও আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার জমকালো ভাবে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। তানোর উপজেলার ৪৭টি মন্দিরে শুভ মঙ্গলয়ার মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজার শুভ সুচনা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে তানোর  উপজেলা সদর গোল্লাপাড়া সার্বজনীন শারদীয় দূর্গাপুজা মন্দির কমিটির সভাপতি, শ্রী প্রদীপ হালদার (রিটু) ও সাধারণ সম্পাদক, অজিত হালদার (কালু) এবং কোষাধ্যক্ষ,  লিটন হালদার সহ, গোল্লাপাড়া ও গোল্লাপাড়া হালদার পাড়ার সনাতনধর্মাঅবলম্বী নারী-পুরুষ, শিশু, কিশোর, তরুণ – তরুণী এবং বয়স্কোদের উপস্থিতিতে, ঢাক-ঢোল আর শঙ্খের ধণীতে শুভ মঙ্গলয়ার মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে ।

সরেজমিনে দেখা গেছে স্থানীয় প্রশাসনের নিঃছিদ্র নিরাপত্তা নিশ্চিত করণ এর অংশ হিসেবে, নিরাপত্তা কাজে ৬-জন পুরুষ ও ২-জন নারী= ৮ জন আনসার ও ভিডিপি সদস্য (নিরাস্ত্র) মোতায়ন করা হয়েছে।

গোল্লাপাড়া শারদীয় দূর্গাপুজা মন্দির, এর সভাপতি, শ্রী প্রদীপ হালদার (রিটু) সকালের সময়কে বলেন, স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগীতায় এবং অন্তর্বর্তীকালীন সরকার এর অনুদানে ও তানোর গোল্লাপাড়া ও হালদারপাড়ার সনাতনধর্মী সমাজের ব্যবস্থাপনায়। গোল্লাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে নিঃছিদ্র নিরাপত্তা ব্যবস্থায়, আনন্দ মুখরিত পরিবেশে শুভ (মহা-মহামঙ্গালয়ের) মধ্যদিয়ে  শারদীয়ে দুর্গাপূজা  উৎসব অনুষ্ঠিত হয়েছে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved

ডিজাইন ও তৈরী করেছেন- হাবিবুর রহমান নীল