শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক শিশু উদ্ধার থানায় মামলা!

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক শিশু উদ্ধার থানায় মামলা!


স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন টিএইচও বার্নাবাস হাসদাক। আজ সকাল ১০ টার দিকে নবজাতকের মৃত দেহের সন্ধান পাওয়া যায়। তবে নবজাতকের ওয়ারিশের কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন জনসাধারণ।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালের দিকে মেডিক্যালের পরিচ্ছন্ন কর্মী নীচ তলার টয়লেট পরিষ্কার করতে গিয়ে নবজাতককে দেখতে পায়। সাথে সাথে মেডিক্যালের ডাক্তারসহ কর্মকর্তাদের বিষয় টি অবহিত করেন। কর্মকর্তা টিএইচও বার্নাবাস হাসদাক থানা পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠান।

টিএইচও বার্নাবাস হাসদাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা হাসপাতালের নীচ তলার বাথরুমে নবজাতককে ফেলে যায়। টয়লেট পরিষ্কার করার সময় নবজাতক কে দেখতে পেয়ে পরিচ্ছন্ন কর্মী আমাদের খবর দেয়। সে মোতাবেক গিয়ে দেখা যায় টয়লেটে মৃত অবস্থায় নবজাতক পড়ে আছে। এসময় থানা পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে নিয়ে যায়। নবজাতকের পিতা মাতার পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এখনো কোনো পরিচয় মেলেনি। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন বিষয়টি নিয়ে হাসপাতালের ডাক্তার জিনিয়া সামস বাদী হয়ে অজ্ঞাত নামা করে মামলা দায়ের করেন।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved

ডিজাইন ও তৈরী করেছেন- হাবিবুর রহমান নীল