সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক তানোর: তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া চেয়েছেন তিনি। তানোর উপজেলার ৫ নং তালন্দ ইউপি সাবেক ছাত্রলীগের সহ-সহসভাপতি এবং স্বেচ্ছাসেবক সেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ।ইতিমধ্যে তিনি তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়নের ওয়ার্ডের পাড়া মহল্লায় তরুন,সত্য,যোগ্য,মেধাবী ও পরিশ্রমীনেতা হিসাবে সাধারণ ভোটারদের মন জয় করে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন।অনেক আগেই তরুণ সফল রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে তিনি তানোর উপজেলাসহ ৫ নং তালন্দ ইউপির সাধারণ মানুষসহ সকলের মন জয় করতে পেরেছেন।এদিকে উপজেলার ৫নং তালন্দ ইউপি চেয়ারম্যান হিসাবে তরুণ মানুষ রবিউল ইসলামের দিকেই ঝুৃঁকছেন।কারণ হিসাবে সাধারণ ভোটার বলেন। তবে ভোটাররা প্রতিশ্রুতি দিচ্ছে এবার রবিউল ইসলামকে ভোট দিবো দেখি সেকি করে জনসাধারণের জন্য।৫নং তালন্দ ইউপি নির্বাচন আসের আগেই প্রতিটি ইউপির প্রতিটি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সহ গণসংযোগ করে চলেছেন রবিউল ইসলাম। চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম বলেন,নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য ৫ নং তালন্দ ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আমি।৫নং তালন্দ ইউপি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে তানোর উপজেলার ৫নং তালন্দ ইউপি মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষে কাজ করবো এবং ৫নং তালন্দ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া ও ভালোবাসা কামনা করছি।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply