সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
জাকির হোসেন টুটুল তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ১.১১১ জন সুবিধাভোগিদের মাছে নগদ মুল্যে খাদ্য পণ্য বিক্রয় করা হয়েছে।
আজ ৩০-জুন (রবিবার) বেলা: ১১-০০ মিনিটে সরেজমিনে দেখা গেছে, তানোর উপজেলার ৫নং তালন্দ ইউপির ৯টি ওয়ার্ডের (১.১১১) এক হাজার একশত এগার জন দুস্থ-দরিদ্র নারী- পুরুষের মাঝে (টিসিবি-ডিলার, পার্থ ভ্যারাইটি ষ্টোর) প্রোঃ শ্রী উজ্জল চন্দ্র হালদার এর মাধ্যমে জনপ্রতি পাঁচ কেজি চাউল, দুই কেজে ডাউল ও দুই কেজি সোয়াবিন তৈল, নগদ (৪৭০) চারশত সত্তর টাকা মুল্যে বিক্রয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ওয়াকিল শেখ।
এছাড়াও ৯টি ওয়ার্ড সদস্য ও সংরক্ষীত নারী সদস্যাগনসহ দায়িত্বরত গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply