সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক তানোর: রাজশাহীর তানোরে মুক্তিযোদ্ধা পরিবারের বসবাসের জায়গায় বাড়ি নির্মাণের ঘটনার জেরে ঘটনাস্থলে ১৪৪ /১৪৫ ধারা জারি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার ৬ নং কামারগাঁ ইউপির ৯ নং ওয়ার্ডের ধানুরা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হামিদের পুত্র এস আই গাজী নুরুল ইসলামের জায়গা বেদখলের চেষ্টার অভিযোগ করেন তানোর থানায় এবং থানা পুলিশের পরামর্শ অনুযায়ী রাজশাহী জেলা এডিএম ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার রাজশাহী জেলার এডিএম ম্যাজিস্টেট বিবাদপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারির আদেশ দেন। অভিযোগে জানা গেছে, ১৯৭৮ সাল থেকে পৈত্রিক সম্পত্তির বাঁশঝাড়ের ভেতরে ঘর নির্মাণ করিয়া জমি বেদখল করার অপচেষ্টা করিতেছে।
তানোর উপজেলার কাঁমারগা ইউপির ৯নং ওয়ার্ডের ধানুরা গ্রামের মৃত তাহের মন্ডলের পুত্র আব্দুল মজিদ ও তার লোকজন।গতকাল মঙ্গলবার মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হামিদের পৈতৃক সম্পত্তির বাঁশঝাড় কেটে জোরপূর্বক পাকাঘর নির্মান করিতেছেন। বাদী উক্তস্হানে বাধাদিলে যে কোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। থানা পুলিশ আদালতে ১৪৪ ধারা ফৌজদারি কার্যবিধি আদেশক্রমে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।তার পরও বিবাদী আব্দুল মজিদ ও তার লোকজন সহ গত ৬/২/২৪ তাং বিকালে আবার ১৪৪ তারা ভঙ্গ করে এক পক্ষ জোর করে আমিন নজরুল ইসলাম কে সংগে নিয়ে জমিতে খুঁটি মারার কারণে উক্ত স্হানে উত্তেজনা বিরাজ করছে।এবিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার লুৎফর রহমানকে দায়িত্ব দেয়া হলেও কোন পদক্ষেপ না নিয়ে আব্দুল মজিদ ও তার লোকজন সন্ত্রাসী কায়দায় আইনের চোখ ফাঁকি দিয়ে আইন ভঙ্গ করে আবারো ২৬/৫/২৪ তাং পাকা ঘর নির্মাণের কাজ আরম্ভ করে ।৯৯৯ এ ফোন করলে তানোর থানা পুলিশের এসআই মজিবুর ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে। বিবাদি আব্দুল মজিদ আইন আদালত পুলিশ সবাইকে অমান্য করে নিজ ইচ্ছায় তার কাজ চালিয়ে যাচ্ছে।সে কাউকে তোয়াক্কা করে না। ঘটনাস্থলের ভিডিও এবং ছবি সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এস আই গাজী নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের আশ্রয় নিয়েছি আব্দুল মজিদের এরকম সন্ত্রাসী স্টাইলে আইন না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন যেকোনো মুহূর্তে আব্দুল মজিদ সহ তার লোকজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে হুমকি ধামকি প্রদান করছেন। এ নিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এসআই গাজী নুরুল ইসলাম।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply