সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর তানোরে ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ learning, learning for change and resilience of(TLMI-B) সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত অসহায় অতিদরিদ্র মানুষদের মাঝে হুইল চেয়ার,ক্সেস ও ৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।জানা গেছে (৬ জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ সংস্থাটি তানোর উপজেলার পর্যায়ক্রমে ৭টি ইউনিয়নে প্রায় ৯০ জন ক্ষুদ্র নিগোষ্ঠী ও পক্ষাখাতগ্রস্থ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে হুইল চেয়ার,ক্সেস ও নগদ ৮ হাজার টাকা করে এক কালীন বিতরণ করেন। হুইল চেয়ার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রবির হাজদা(প্রদিপ)ডেমিন ফাউন্ডেশন বাংলাদেশ প্রজেক্ট LCF তানোর রাজশাহী।আরো উপস্থিত ছিলেন,দেবেন মুর্মু ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ প্রজেক্ট CRP তানোর রাজশাহী।বিতরণের সময় তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন,আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাখাতগ্রস্থ অসহায় মানুষ দেখে থাকি।আমাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী এসকল মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিৎ,আর তা বিবেচনায় রেখেই দেশের শীর্ষস্থানীয় ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৯৫ সাল থেকে সরকারের পাশাপাশি যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিরাময় ও সামাজিক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে। প্রকৃত পক্ষে,সব বেসরকারি সংস্থার উচিৎ দেশের এইসকল অসহায় মানুষের পাশে দাড়ানো যাতে করে আর্থিক ও সামাজিকভাবে এই মানুষগুলো এগিয়ে যেতে পারে।পক্ষাখাতগ্রস্থ অসহায় ও গরীব মানুষের প্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার পাশাপাশি যেনো গতির সঞ্চার হয় সে লক্ষ্যেই ডেমিন ফাউন্ডেশন বাংলাদেশ প্রজেক্ট তানোর সহ ৬ টি উপজেলা নিয়ে কাজ করছে।উল্লেখ্য,বিতরণকৃত হুইল চেয়ার ও টাকা সুবিধা বঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের দৈনন্দিন চলাফেরা ও কর্মকান্ডে গতির সঞ্চার করবে, সমৃদ্ধি আনবে অর্থনৈতিক জীবনে এবং সর্বোপরি তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply