সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
তানোর প্রতিনিধিঃতানোরে সাব-রেজিস্ট্রিার অফিসের সকল লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ও নকল নবিশদের কাজের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার, নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষে দিনব্যাপী অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তানোর সাব-রেজিস্টার অফিসে এ প্রশিক্ষণ কর্মমালায় অনুষ্ঠিত হয়। তানোর সাব-রেজিস্টার ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন মোহনপুর সাব-রেজিস্ট্রার তানিয়া তাহির,তানোর সাব-রেজিস্ট্রার অফিসের হেড ক্লাক সাফিরন নেসা তানোর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক গোলাম রাব্বানী,সহ-সভাপতি ওবাইদুর রহমান দুলাল, রায়হানুর রহমান,আঃসামাদ, ক্যাশিয়ার সোহেল রানা,মনিরুজ্জামান, আঃসবুর,মাকসুদুজ্জামান টুটুল,সাইদ সাজু,আলিফ হোসেন, সারোয়ার হোসেন হোসেন।
কর্মাশালায় আর ও আর, রেকর্ড সংশোধন, নামজারী, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ ও সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য ২০১০ এর আইনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষকবৃন্দ। এসময় আর ও উপস্থিত ছিলেন তানোর সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিশ শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম আলম, উজ্বল প্রমুখ।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply