রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগাঁর মান্দায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) দিনব্যাপী ভারশোঁ ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, ইউপি সচিব প্রদীপ কুমার মন্ডল, ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
এব্যাপারে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, সরকারের নির্দেশনা মেনে প্রত্যেক সুবিধাভোগীদের ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এবারের এই ঈদে আমার ইউনিয়নের সর্ব মোট ৩ হাজার ৪ শত ১৪ জন ভিজিএফের চাল পাচ্ছে। এছাড়াও আমার ব্যক্তি উদ্যোগে তালিকার বাহিরের কিছু গরিব অসহায় পরিবারকে চাল ও টাকা দিচ্ছি।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply