সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: তানোর উপজেলার পাঁচন্দর ইউপি ৫নং ওয়ার্ডের যোগীশো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যোগীশো বুলেট একাদশের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। যোগীশো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন মঙ্গলবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোসলেম উদ্দিন । উপস্থাপনায় ছিলেন তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তানভীর রেজা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ৩নং পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে সহযোগিতা করেন যোগীশো বুলেট একাদশের টিম ম্যানেজার শাহরিয়ার আলম আলিফ এবং সভাপতি রিফাত রানা। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সম্মাননা ক্রেস্ট বিজয়ীদের মধ্যে প্রদান করেছেন।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply