রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সন্ধ্যা রাতে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্ব স্তরের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, যাদের সামর্থ হয়েছে তারা ঈদের আনন্দ উদযাপন করেছেন আর যাদের সামর্থ নাই তাদের পাশে আমরা থেকেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন সকল শ্রেণির মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং দ্রুত কোরবানীর বর্জ্য অপসারন করতে। রাজশাহী সিটি কর্পোরেশন তা করতে সফল হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সভাপতি অনিল কুমার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এমপি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডা: তবিবুর রহমান শেখ, সাবেক সংস সদস্য ডাঃ মনসুর রহমান, সাবেক সভাপতি ও সদস্য এ্যাড. মোজাফফর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আব্দুস সালাম, বাদশা শেখ, ইউনুস আলী,এ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য, মোখলেশুর রহমান কচি, নগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, দিনের আলো হিজড়া সংঘ, নগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, এস.এ পরিবহন গ্রুপ প্রমুখ।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply