সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি:
নগরীর মতিহার থানাধিন চরসাতবাড়িয়া পূর্বশত্রুতার জের ধরে মো:জয় (২০) নামে এক যুবককে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশি অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে।
এ ঘটনায় হামলার শিকার জয় এর মা মিরা বেগম ১৮:০৬:২৪ তারিখ মঙ্গলবার বাদী হয়ে কিশোর গ্যাংয়ের সদস্য মো: জীবন মো: সাগরসহ ৫ জন ও অজ্ঞাত ৪/৫ জন কে আসামি করে মতিহার থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে মতিহার থানাধীন চরসাতবাড়িয়া ওয়াবদা ঘাটে মিরা বেগম এর ছেলে কে একা পেয়ে মঙ্গলবার ১৮:০৬:২৪ রাত ৮ টার সময় বিবাদী ১.জীবন ২.সাগর ৩.শিহাব উদ্দিন ৪.সাকিব ৫.খোকন ৬.বুদ্ধি ৭.আতিকুল সহ আর ৪/৫ জনের হাতে থাকা জিআই পাইব দেশীয় অস্ত্র রামদা বাশের লাঠি দিয়ে এলোপাথারি কিলঘুষি ও লাথি মেরে রক্তাক্ত জখম করে।
এ সময় তার ডাকচিৎকারে এলাকার লোক জন এগিয়ে আসলে বিবাদীগন আহত জয় কে ভয়ভীতি হুমকি দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকা বাসির সহযোগিতায় আহত জয়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয় তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এবং শরীরে ৪০ টি সেলাই দেয়া হয়।এই বিষয় মিরা বেগম এর সাথে কথা বলে জানা যায় কিশোর গ্যাং এর লোক জন বিভিন্ন ভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করে যাচ্ছে। আর বলে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। মামলার তদন্ত কমর্কতা এস আই সুনিরাম বলেন আসামি ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply