রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
তাজরিন খান স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা সালাম ও শিক্ষকসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৮ জুন) রাতে তিনি মামলাটি দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।
মামলার প্রধান আসামী নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- প্রধান আসামী আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) এবং ঘোড়া পাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,এ ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে বাকী আসামিদের ধরতে অভিযান চলছে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply