সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
তাজরিন খান:
চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড় সূর্যের হাসি ক্লিনিকের পিঁছনে ডাঃআব্দুর রহিমের বাড়িতে সালমা আফরোজ রেখা তার স্বামী ও তিন সন্তান নিয়ে তিনবছর যাবৎ বাসা ভাড়া নিয়ে থাকেন।
সোমবার (২৪ জুন) আনুমানিক বেলা ১১ টার সময় সালমা আফরোজ রেখা ভাড়া বাসায় অনুপস্থিত টের পেয়ে দুষ্কৃতীরা হামলা ও লুটপাট করে।পরে এলাকাবাসী জানতে পেলে রেখাকে ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে রেখা এসে দেখতে পাই তার বাড়ি বাইরের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে।সে আরও দেখতে পায় তার দুইটি রুমের গেট ভেঙে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভেঙে ফেলে জিনিসপাতি লুটপাট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।দুর্বৃত্তদের বাধা দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
সালমা আফরোজ রেখা এ বিষয়ে সদর মডেল থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন তার বাড়ির পাশে দূর সম্পর্কের আত্মীয় মোসাঃসাবনুর ওরফে প্রেমা নামে এক মহিলা বাসা ভাড়া নিয়ে থাকায় তার বাড়ি যাতায়াত শুরু করে। প্রেমা নামে ওই মহিলা অনৈতিক কাজে যুক্ত থাকায় রেখার আশেপাশের লোক তার সাথে মিশতে নিষেধ করলে সালমা আফরোজ রেখা তার বাসায় প্রেমাকে আসতে নিষেধ করে। এ বিষয়কে কেন্দ্র করে প্রেমা ও তার ভাই শাহিন সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন লোক নিয়ে তার বাসায় ভাঙচুর ও লুটপাট করে।
এলাকা সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে প্রেমা অনৈতিক কাজের সাথে যুক্ত থাকায় তার বাসায় অনেক অজানা ছেলের যাতায়াত ছিলো।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মেহেদী হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাঙচুর ও লুটপাটের বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়ে এএসআই মোঃশামিউল কে বিষয়টি দেখভালের জন্য দেওয়া হয়েছে।
এ বিষয়ে এএসআই মোঃ শামিউল এর কাছে জানতে চাইলে তিনি আজ না কাল, কাল না পরশু যাবো বলে অভিযোগ করার সাত দিন অতিবাহিত হলেও কোনো সূরাহো মিলছেনা ভুক্তভোগীর অভিযোগ।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply