সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনারা অবগত আছেন দেশের এই ক্রান্তিলগ্নে দুই দিকে দুই পক্ষের মাঝে সাংবাদিকদের অবস্থান৷ এমন সুযোগ নিয়ে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রবনতা দিন দিন বাড়ছে। এমতাবস্থায় নিজ নিজ প্রতিষ্ঠানের আইডিকার্ড গলায়,গায়ে প্রেস লেখা কোটি ও মাথায় হেলমেট পড়ে সংবাদ সংগ্রহ করবেন। যে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে একতাবদ্ধ থাকবেন। কে কোন পত্রিকা বা টিভি চ্যানেল অথবা অনলাইন সংবাদ মাধ্যমের সেদিকে না ভেবে একে অপরকে ভাই ও বন্ধু ভেবে সকল গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখবেন। কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়লে নিরাপদ দূরত্ব হতে সংবাদ সংগ্রহ করবেন।
আমরা গত কয়দিনে দেশের এমন চলমান পরিস্থিতিতে আমাদের বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীদের হারিয়েছি৷ অনেকে আহত হয়েছে।
সর্বোপরি মনে রাখতে হবে গণমাধ্যমকর্মীদের আপন একমাত্র গনমাধ্যমকর্মীরা ৷ সকল সাংবাদিক সংগঠন এক হোক৷ এক হোক সকল সহকর্মীরা। এই প্রত্যাশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকতা নামক মহান পেশার জয় হোক৷
ধন্যবাদান্তে, মো: নুরে ইসলাম মিলন
সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা
রাজশাহী বিভাগ।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply