সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার:
নাশকতা, সহিংসতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরে ৮ মামলায় বিএনপি, জামায়াত, শিবির ও শিক্ষার্থীসহ ১২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ আগস্ট) সকালে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাটোর জেলার ৮ মামলায় গত ১৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত জেলার বিএনপি, জামায়াত, শিবির ও শিক্ষার্থীসহ ১২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম রয়েছেন।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম দৈনিক বিশ্ব মানচিত্র কে বলেন, নাশকতা, সহিংসতা ও সংঘর্ষের জেলার বিভিন্ন থানার দায়ের করা ৮ মামলায় এখন পর্যন্ত পুলিশ ১২১ জনকে গ্রেফতার করেছে। সহিংসতা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply