সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
বরেন্দ্র অঞ্চল প্রতিবেদক :
রাজশাহীর তানোর উজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে মালামালসহ নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে মুন্ডুমালা বাজারে অবস্থিত এ কার্যালয়টি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন দৃবৃত্তরা।
শুরুতেই পৌর মেয়র বসার স্থানের টেবিল অর্ধশত চেয়ার টিভি ও সিসি ক্যামেরাই ব্যাপক ভাংচুর চালানো হয়। এরপরে দ্বিতীয় তলায় মেয়র এর ছেলের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ঘর ছিল সে ঘরের তালা ভেঙ্গে কমম্পিউটার, গুরুত্বর্পূণ কাগজপত্র কিছু মালামাল লুট ও ডয়ারের তালা ভেঙ্গে নগদ কয়েক লাখ টাকা নিয়ে যায় দৃবৃত্তরা।একাই রাতে পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন ও সাবেক সভাপতি গোলাম মোস্তাফা বসার স্থানে থাকা কয়েকটি চেয়ার ভাংচুর চালানো হয়। এর একদিন আগে সোমবার রাতে শেখ হাসিনার পতনের পর বাজারের তিন রাস্তার মোটে বঙ্গবন্ধুর ম্যোরাল ভাংচুর করা হয়েছে।
পৌর মেয়র সাইদুর রহমান বলেন, তার কার্যালয়ে গভীর রাতে তালা ভেঙ্গে অনেক মূল্যবান মালামাল লুট ও নগদ দশ লাখ টাকা নেওয়া হয়েছে। সব মিলে সর্বমোট ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মেয়র আরো বলেন, যারা এমন কাজ করেছেন তাদের চিহ্নিত করা হয়েছে। দেশের পরিস্থিত ঠিক হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রা/
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply