সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
মাটি মামুন রংপুর :
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মীর শাহীনুর রহমান সহ সাতজন সহকারী প্রভোস্ট পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি সাংবাদিক দের নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ আগস্ট বেরোবির উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ পদত্যাগ করেন এবং গত ৬ আগস্ট বেরোবির প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড.কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী পদত্যাগ করেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন।
এরপর বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা একে একে পদত্যাগ করেন।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply