সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
সোহাগ মিয়া রাজবাড়ি :
সোহাগ মিয়া রাজবাড়ী: কোটা আন্দোলনে নিহত আব্দুল গনির কবর জিয়ারত ও তার পরিবারকে সমবেদনা জানালেন সাবেক রাজবাড়ী ১ আসনের এমপি ও সাবেক জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
১৮ই আগস্ট রবিবার দুপুর রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর ইউনিয়নে নতুন বাজার এলাকায় নিহত আব্দুল গনির নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে দেখতে যে জান। এ সময় নিহতের স্ত্রী লাকি আক্তার তার স্বামীর হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি চান।
তিনি কান্না করতে করতে বলেন,আমার স্বামী মৃত্যুর কিছুক্ষণ আগে আমার সাথে কথা হলো বাড়ির সবাই কেমন আছে সবার দিকে খেয়াল রেখো ঢাকার অবস্থা ভালো না বলেই ফোন রেখে দেন।
অফিস থেকে কল পেয়ে সাপ্তাহিক ছুটির দিন ১৯ শে জুলাই (শুক্রবার) সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপী পাড়ার বাসা থেকে গুলশান-২–এ কর্মস্থলের দিকে রওনা হন আবদুল গণি (৪৫)।
শাহজাদপুর বাঁশতলা এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ চলাকালে তাঁর মাথার ডান পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। তখন দ্রুত স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।
সাবেক রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও রাজবাড়ী এক আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, দুই সন্তান নিয়ে নিরপয় হয়ে পড়েছেন এই পরিবার। স্বামীর হত্যার বিচার চেয়ে যদি এই পরিবার মামলা দায়ের করেন আমরা তার পাশে থাকবো। তিনি আরো জানান এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের শান্তি ফিরে এসেছে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply