মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
রবিউল ইসলাম মিনাল স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের এক ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্য নিজেও।
মঙ্গলবার দুপুরে পৌনে ১টার দিকে রাজশাহী গোদাগাড়ী থানার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান চাঁপাইনবাবগঞ্জ জেলার দবির উদ্দিনের ছেলে। দবির উদ্দিন একজন পুলিশ সদস্য। গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, দুপুরে দবির ও তার ছেলে মোটরসাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে গোপালপুর নামক এলকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, এ ঘটনায় ট্রাকটিকে উদ্ধার ও ট্রাক চালককে আটক করা হয়েছে। গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলার দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply