মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
আশরাফুল ইসলাম রনজু :
রাজশাহীর তানোরে বিএনপি নেতার মামলায় আ.লীগের দুই ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা ডিবি পুলিশ তাদেরকে রাজশাহী কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা বাধাইড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ও যুবলীগ নেতা রাসেল মিয়া। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজশাহী জেলা কৃষকদলের অন্যতম সদস্য ও তানোর উপজেলা কৃষকদলের যুগ্ন-আহবায়ক আর চান্দুড়িয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং উপজেলার দেওতলা গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র আব্দুল করিম বাদি হয়ে বিজ্ঞ আমলী তানোর থানা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত আগস্ট বুধবার মামলাটি দায়ের করেন।
এতে আসামী করা হয়েছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীসহ নামধারী ১৫৬ জন আ.লীগের নেতাকর্মী। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫০ জন ব্যক্তির বিরুদ্ধে।
মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত বছরের ৪ এপ্রিল বিকেলে বাদি চান্দুড়িয়া বাজারে গেলে এমপি ফারুক চৌধুরী ও তানোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ও আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ শতাধিক নেতাকর্মি ও সমর্থকরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং লোহার রড় ও লাঠি সোটা আর ধারালো অস্ত্রসহ মারপিট করে বুকের হাড় ও হাত-পা ভেঙে দেয়।
এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় কোথাও কোন অভিযোগ বা মামলা করতে পারেননি। ঘটনার প্রায় ১ বছর পর আদালতে মামলাটি দায়ের করেন।
এবিষয়ে বাদি আব্দুল করিম বলেন, ওই সময় থানায় মামলা করতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ মামলা নেয়নি।
তিনি বলেন, প্রভাবশালীদের ক্ষমতার দাপট ও তাদের ভয়ে ওই সময় মামলা করতে পারিনি। আমি তাদের শাস্তির দাবি জানাচ্ছি বলেও জানান তিনি।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply