সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
আহসান হাবীব স্টাফ রিপোর্টার:
নোয়াখালী সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার থেকে মধ্য পুকুর রোডে ২টি ভাঙা কালভার্ট মেরামত করলেন স্বেচ্ছাসেবী নবপ্রত্যয় যুব সংগঠন ও এলাকার সামাজিক ব্যাক্তিবর্গ, এতে ৩/৪ টি গ্রামের লোকজনের চলাচলের দুর্ভোগ নিরসন হয়েছে।
এ সড়ক দিয়ে প্রতিদিনই ছোটবড় যানবাহন চলাচল করে আসছে। সেই সড়কে জায়গায় জায়গায় ছোট বড় গর্ত এবং লেকমান খাল ও জেড়ার খালের উপর ২টি কালভার্ট ভাঙার ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যার কারণে ওই স্থান গুলো দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয় চালক ও পথচারীদের।
দীর্ঘদিন ধরে কালভার্ট ২টির এমন বেহাল দশা দেখেও কর্তৃপক্ষের নজরে না আশায় ৭ সেপ্টেম্বর শনিবার সকালে নবপ্রত্যয় যুব সংগঠন ও এলাকার সামাজিক ব্যাক্তিবর্গ কালভার্ট ২টির মেরামত করার উদ্যোগ নেন। এতে ওই স্থান দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে চালক ও পথচারীদের নিত্যদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।
ওই সংগঠনের সদস্যরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বেহাল দশা থেকে সাময়িক মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য আমরা কিছুটা চেষ্টা করেছি।
জেলা সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত আমাদের এই উদ্যোগ। আমরা আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কালভার্ট মেরামতের পদক্ষেপ গ্রহণ করবেন।
নবপ্রত্যয় যুব সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এলাকার রাস্তা-ঘাট, ভাঙা কালভার্ট মেরামত, মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সংবর্ধনা, বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরণ, শীতে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ,প্রতি রমজানে ইফতার ও দোয়া মাহফিল, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply