সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার:
রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগরীর তালাইমারী নিবাসী আলিফ আল মাহমুদ লুকেন হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২.২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ জুম্মা টিকাপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। মৃত্যুকালে তিনি বাবা,মা,স্ত্রী,এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply