সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
মানিক হোসেন, রাজশাহী : টিটিসির বর্তমান অধ্যক্ষ এস. এম. এমদাদুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীরা তালাও ঝুলিয়ে দেয়।
তালা ঝুলিয়ে দেয়ার কারন জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে দীর্ঘদীনের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কেন পদত্যাগ করছেন না এবং কেন পুলিশ তাঁকে গ্রেফতার করছে না জানতে চাই।
শিক্ষার্থীরা ধারণা করছে, ক্ষমতাচ্যুত আ’লীগ সরকারের কিছু মন্ত্রী,এমপি ও দলটির কতিপয় নেতার অত্যন্ত ঘণিষ্ঠ হিসেবে বহুল পরিচিত এই অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও বহাল তদবিরে রয়েছেন তিনি। অধ্যক্ষ এমদাদুল হক নিয়মিত অফিসও করছেন। তাঁকে এক মুহূর্ত আর দেখতে চায় না বলে জানান তারা।
শিক্ষার্থী ভর্তির নামে টাকা হাতিয়ে নিয়ে প্রশিক্ষণের নামে বৈষম্য সৃষ্টি করা, শিক্ষার্থীদের বিভিন্ন ট্রেড ধরিয়ে দেয়া হয় বলে দাবি করেছে শিক্ষার্থীরা।
সেই সাথে প্রশিক্ষণের প্রয়োজনীয় সরঞ্জামাদি না দিয়ে নিজেদের নিয়ে এসে প্রশিক্ষণ করার কথা বলেন এই অধ্যক্ষ। বিদেশ যাওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহন করতে আসা শিক্ষার্থীরা মুখ না খোলার কারণ হিসেবে বলে, কিছু বললেই মামলার ভয় দেখানো হয়।
সবশেষে অধ্যক্ষের পদত্যাগ ও তাঁকে আইনের আওতায় না নেয়া হলে অনির্দিষ্টকালের জন্য টিটিসির গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানায় শিক্ষার্থীরা।
Copyright @ 2024 Jonotarsomoy24.com । জনতার সময়২৪. All rights reserved
Leave a Reply